1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দৌলতপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক - Barta24TV.com
দুপুর ১২:৫৭, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২
  • 295 Time View

 

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় মদ, আতশবাজি ও সিটিগোল্ড চেইন-সহ ভান্টু সরকার (২৫) নামের এক মাদক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি।
২৩ ডিসেম্বর, শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে ভান্টুকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারী ভান্টু সরকার একই ইউনিয়নের জামালপুর গুচ্ছগ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। বিজিবি সূত্র জানায়, ১৫২/২-এস সীমান্ত পিলার হতে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে জামালপুর বিওপির টহল নদল সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় ভারতীয় ২০বোতল মদ, ১৫০পিস আতশবাজি ও ২৫০ পিস সিটিগোল্ড চেইন-সহ মাদক পাচারকারী ভান্টু সরকারকে আটক করে। পরে উদ্ধার করা মাদক দ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা নির্ধারন করে আটক মাদক পাচারকারীকে আজ শুক্রবার সকালে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category