1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড় - Barta24TV.com
দুপুর ১২:১৪, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাগাইড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২
  • 278 Time View

 সোহাগ মিয়া গোয়ালন্দ –রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৫ কেজি ২০০ গ্রাম।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটের উজানে জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পরে। বিশাল আকৃতির এই মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। জেলে সোনাই হলদার জানান, বড় মাছের আশায় জাল নিয়ে তিনিসহ নৌকায় থাকা তার সহযোগীরা ভোর থেকে নদীর বিভিন্ন অংশে জাল ফেলেন। অবশেষে সকাল পৌনে আটটার সময় ৭ নম্বর ফেরি ঘাটের নীচে তীব্র স্রোতের মধ্যে মাছটি ধরা পড়ে। এমন বড় আকৃতির মাছ পেয়ে সন্তুষ্ট তিনিসহ তার সকল সহযোগীরা।দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, সকালে ২৫ কেজি ওজনের ওই মাছটি আড়তে নিয়ে আসলে স্থানীয় সকল মাছ ব্যবসায়ীর অংশগ্রহণে নিলাম ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট সাড়ে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেওয়া হয়। মাছটি আপাতত ৫ নম্বর ঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। পাশাপাশি বিক্রির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এ বছর পদ্মায় ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। ফলে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category