তেতুলিয়া প্রতিনিধি-ঃখাদেমুল ইসলাম
তেতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়ক দুর্ঘটনায় মিলন (৪৫) মন্জু( ৩০) ও আবির (২৫)
৩ জন মটরসাইকেল আরোহী
আহত হয়েছে।এদের মধ্য ১ জন আশঙ্কা জনক
গুরুতর ভাবে আহত হয়েছেন।
মঙল বার (১৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ব্র্যাংক অফিস মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এদের বাড়ি তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের মফিজ পুত্র মিলন’ সফিকুলের ছেলে মন্জু
নতুন বস্তি এলাকায় আবির হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাংলাবান্ধা
যাওয়ার সময় ব্র্যাক অফিস নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিদ্র টাক্টরের ধাক্কায় মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল
আরোহী
গুরুতর ভাবে আহত হলে উদ্ধার করে তেতুলিয়া সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দুজনকে ভর্তি করেন ১ জনকে আশঙ্কা জনক
উন্নত চিকিৎসার জন্যে জেলা হাসপাতালে প্রেরন করেন।
এব্যাপারে তেতুলিয়া মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ চৌধুরি
তিনি
সড়ক দুর্ঘটনায় আহত বিষয়টি নিশ্চিত করেছেন।