মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মধ্যরাতে টিসিবি’র পণ্য বোঝাই থ্রিহুইলার জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন বলছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে পুলিশ প্রশাসন বলছে এটা দুদকের বিষয়, এটাতে আমার কোন কাজ নেই। বুধবার (১৩ জুলাই) স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া যায়। বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন টিসিবি’র ডিলার সাহা ট্রেডার্সের মালিক বিশ্বনাথ সাহাকে বাঁচাতে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এই গড়িমসি করছে। সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা মজিবর রহমান বলেন , এ ব্যাপারে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবরে অভিযোগ করেছি।
কিন্তু এখন জানতে পারছি ! ঐ ডিলার পণ্য হারিয়ে গেছে মর্মে অভিযোগ দিয়েছে। যা ডিলারকে বাঁচাতে সু-পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে। ঘটনার দিন একাধিক ব্যক্তি বলছিলেন, টিসিবি’র ডিলারকে বাঁচাতে ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন কোন পরিকল্পনা করা হচ্ছে, যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে বলে মনে করেন তিনি।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আলম ডন বলেন, গতকাল রাতে, অনেক রাতে এক ব্যাক্তি অভিযোগ দিয়েছে। অভিযোগ আমার কাছে দেয়নি, দিয়েছে ইউএনও’র কাছে। ইউএনও সাহেব কালকে ফোরোয়াডিং দিয়ে আমার কাছে পাঠিয়েছে। আমার কাছে কাজ হবে না। আমার কাছে কোন পার্টি দরখাস্ত করেনি।
এটাতে দেখার কিছু নেই আমার। যে অভিযোগ দিয়েছে, সেটা হচ্ছে দুদকের আওতাভূক্ত। আমার কাছে পাঠায় কোন লাভ নেই। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরে আবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি কেটে দেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ঐ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইউএনও সাহেবকে ফোন দিলেই জানতে পারবেন। উল্লেখ্য, গত শনিবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে (ঈদের আগের রাতে) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কলেজ মোড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে একটি থ্রিহুইলার বোঝাই টিসিবি’র পণ্য তেল, ডাল ও চিনি সহ জব্দ করে উপজেলা প্রশাসন।