জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা শহর থেকে প্রকাশিত, বহুল প্রচারিত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর পৌর শহরের ডাকপাড়াস্থ সেতুলী বেম্বো গার্ডেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে হাতে নেয়া নানা কর্মসূচী। বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্হুতের মধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়ে উঠে। জেলার নবীন প্রবীণ সাংবাদিকদের মধ্যে পরিচয় ও ভালোবাসা প্রকাশের এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা বিশিষ্ট আইনজীবী শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত পাঠ করেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আব্দুল মান্নান। আলোচনা সভার প্রারম্ভে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস ছাত্তার, সেক্রেটারি এডভোকেট মো: আব্দুল আওয়াল, দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বরেণ্য কবি জাকারিয়া জাহাঙ্গীর, ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসাহাক হাসান ইকবাল প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কাটেন জামালপুরের পরিশ্রমী সাংবাদিক ও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাসেদুল ইসলাম রাসেল।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জামালপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় অবস্থিত। এত দূরে অবস্থান করে সাংবাদিক রাসেদুর রাসেল গত ১১ বছর ধরে নিজ সন্তানের মতো পত্রিকাটির নিয়মিত প্রকাশনা আগলে রেখেছেন। এটা চাট্টিখানি কথা নয়।
সাংবাদিকদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, দিক নির্দেশনা, প্রশাসনের সু-নজর, রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় পত্রিকাটি আজ ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পন করলো। আমরা আশা করছি সত্যের সন্ধানে প্রতিদিন সামনের দিনগুলোতে সত্য সংবাদ ও গঠনমূলক সম্পাদকীয় প্রকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামালপুর সদর ছাড়াও সরিষাবাড়ী, ইসলামপুর, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জে কর্মরত সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।