1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জানমাল ও জনগণের কোনো সম্পদের যেনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - আফরোজা খান - Barta24TV.com
দুপুর ২:০২, শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জানমাল ও জনগণের কোনো সম্পদের যেনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে – আফরোজা খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
  • 37 Time View

জনগণের সকল সম্পদ বিএনপির কর্র্মীদেরকেই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে তিনি বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া বাস ষ্টান্ডে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
আফরোজা খান রিতা আরো বলেন. মানিকগঞ্জের কোন স্থানে চাদাঁবাজী চলতে দিব না। কোন সন্ত্রাসী চলবে না। দোকনপাট বা ব্যবসা কেন্দ্রে কোন চাদাঁবাজী করতে আসলে। তার ফুটেজ আপনারা আমাকে দিবেন। যদি না দিতে পারেন, তাহলে পারলে বুঝ্ব আপনারা এর সাথে জড়িত আছেন। কোন সরকারী, বেসরকারী কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠানে, মন্দিরে ইট মারা যাবে না। কোন হামলা করা যাবে না। এর ব্যতিক্রম ঘটলে এর সাথে যেই জড়িত থাকবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন, আমি শহর দিয়ে যখন আসলাম। আমার ছাত্র সন্তানরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তরুণরা আজ দেশ চালাচ্ছেন। সততা ও আদর্শ দিয়ে সব কিছু করা সম্বভ। ছাত্র জনতার বিপ্লবে আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এ থেকে দলের প্রতিটি নেতা কর্মীকে শিক্ষা নিতে হবে। কারন আমরা আওয়ামী লীগের মত স্বৈরাচারি আচরণ করতে পারি না। বিএনপি এক সময় মানিকগঞ্জে এক নাম্বারে ছিল। আবার বিএনপিকে এক নাম্বারে আনতে হবে। এটা আমার দাবী। আর আপনারা কোন সময় সংখ্যা লগু শব্দ ব্যবহার করবেন না। হিন্দু, বৌদ্দ, খ্রিষ্টান, মুসলিম, সকলেই আমারা ভাই ভাই। সবাইকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বক্তব্য রাখেন।

এসময় সাটুরিয়া ও জেলা বিএনপির ও এর অংগ সংগঠনের শত শত নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা দরগ্রাম বাজারেও শান্তি সমাবেশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category