নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবের মুক্তির দাবিতে মধ্যরাতে শাহবাগ থানায় বিক্ষোভ করেছেন তৌহিদী জনতা। এ ঘটনায় বুধবার রাতভর থানায় ছিল কড়া নিরাপত্তা।
বিক্ষোভকারীদের অভিযোগ, পোশাক নিয়ে মন্তব্য করায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, অপরাধের চেয়েও তার বেশি সাজা হচ্ছে। একে ভুল বোঝাবুঝি বলেও দাবি করছেন তাঁরা।এক বিক্ষোভকারী বলেন,তদন্ত ছাড়াই অর্ণব ভাইকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে।আরেক বিক্ষোভকারী বলেন,পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখব।কিন্তু এর আগেই মিডিয়া ট্রায়াল হয়ে গেছে।
এর আগে, বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে পোশাক প্রশ্নে হেনস্তার শিকার হন বলে ফেসবুকে পোস্টে অভিযোগ করেন অভিযুক্ত শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করে তিনি। নারী ও শিশু নির্যাতন আইনে শাহবাগ থানায় করেন মামলা। ফেসবুক পোস্টে অর্ণবের ছবি থাকায় তাকে শনাক্তের পরপরই পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।