মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উতিহ্যবাহী ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসায় উদ্দীপনায় এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬১২জন ভোটারের মধ্যে ১৫০১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ সময় ভোট গনণা শেষে রাত প্রায় ২টার সময় নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন।
বেসরকারি ফলাফলে ছাতা প্রতিকে ৮০৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক সভাপতি ফজলুল হক তালুকদার, মোরগ প্রতিকে ৭৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম ভূইয়া।সহ-সভাপতির ৩টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন মেহেদী হাসান পারভেজ (মোটরসাইকেল) আল আমিন খান খোকন (দেয়াল ঘড়ি) খোকন খান (চশমা)যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুম ( টিয়া পাখি), কোষাধ্যক্ষ মোঃ মহসিন খান (তালাচাবি), দপ্তর সম্পাদক শাহাদত হোসেন শুভ (প্রজাপতি), প্রচার সম্পাদক আব্বাস আলী তালুকদার (মাইক), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আঃ রহিম মিয়া (চাঁদ তারা), নাট্য ও প্রমোদ সম্পাদক আনিসুর রহমান (গিটার) এছাড়াও ক্রিয়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন মোঃ ইয়াসিন হাসান এবং ৫জন কার্যকরি সদস্য।
ঘাটাইল ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদের ১৭ টি পদের বিপরীতে ২৭জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ। এর মধ্যে মনোনয়ন পত্র জমা, যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে ২টি পদে ৬জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। বাকী ১১টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং প্রিজাইটিং অফিসার হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন দায়িত্ব পালন করেন।