1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
খুলনায় স্বণের দোকানে ডাকাতি,আটক - Barta24 Tv - Barta24TV.com
সকাল ৭:১৫, সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় স্বণের দোকানে ডাকাতি,আটক – Barta24 Tv

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
  • 132 Time View

খুলনা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারে (২৮ অক্টোবর) দুপুরে দত্ত জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটেছে। দোকানটি থেকে ৮০ ভরি স্বর্ণ লুট করা হয়।

এ ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ফুলতলার পুথিয়াবান্দা এলাকা থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন খোকনকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মামলায় বেশ অগ্রগতি রয়েছে। তবে এখনও অন্য ডাকাত সদস্য গ্রেফতার বা মালামাল উদ্ধার করা যায়নি। ডাকাতের সঙ্গে জড়িত আসামি নাজিম উদ্দিন খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শুনানির দিন ধার্য রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এসময় ওসি আরও বলেন, নাজিম উদ্দীন ভোলা জেলা সদরের ভবানীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ঢাকার মীরপুরের নবাবের বাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার হেফাজত থেকে একটি প্রাইভেট কার, গয়না রাখার ট্রে ১৫টি, স্বর্ণের কানের দুল দুটি, আংটি পাঁচটি, নাকফুল একটি, চাপাতি একটি এবং নগদ ৪ হাজার ২৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার বাদী ও দত্ত জুয়েলার্সের প্রোপাইটার উত্তম দত্ত বলেন, ২৮ অক্টোবর ডাকাতির সময় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে প্রায় ৮০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে। আমি প্রশাসনের কাছে আমার লুণ্ঠিত সম্পদ দ্রুত উদ্ধারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category