পাবনা জেলা প্রতিনিধিঃ
আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতা সংকটের করণে এই নৌপথ গত শুক্রবার দিনগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টা ২০ মিনিটের দিকে আরিচা থেকে যানবাহন নিয়ে কাজিরহাটের দিকে রওনা হয় ধানসিঁড়ি নামের একটি ফেরি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলের ম্যানেজার আবু আব্দুলা।
১৪ কিলোমিটার এই নৌপথের আরিচা প্রান্তে ফেরির চ্যানেলে ডুবোচরের কারণে দুর্ঘটনা এড়াতে ৬১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলের ম্যানেজার আবু আব্দুলা জানান, শুক্রবার রাত ১১টার দিকে আরিচা চ্যানেলে ডুবোচরের কারণে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর পর থেকে সেখানে ড্রেজিংয়ের কাজ চালানো হয়। ড্রেজিংয়ের কাজ শেষে আজ বেলা ১২টা ২০মিনিটে যানবাহন নিয়ে ধানসিঁড়ি নামের ফেরিটি আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।
আরিচা-কাজিরহাট নৌপথে ছোট বড় মোট চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।