রাজু আহমেদ, রাজশাহী : আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।
বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা চত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৭টি বছর এই স্বৈরাচার সরকার বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছে। আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমাদের জায়গা ছিল আদালতের বারান্দায়। আমাদের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আমরা কেউ-ই ভালো ছিলাম না।
আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর কি অশেষ রহম সেই নিপীড়নকারী, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার মসনত থেকে বিতাড়িত হয়েছে। সেই সাথে তার নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়েছে। আজকে শেখ হাসিনা মুক্ত, ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ হয়েছে। আগামীতে আমরা দেখতে পাবো আওয়ামীলীগ মুক্ত বাংলাদেশ।
পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন বিকেলে উপজেলা সদরের মোড় থেকে র্যালী বের করা হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনজামান আলম, সাবেক মেয়র আল মামুন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার প্রমুখ। এ সময় পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।