জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় উপজেলার ধানহাটা পানি উন্নয়ন বোর্ডের মাঠে এ সভার আয়োজন করা হয়।
দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান ফিরোজ এর সভাপতিত্বে ও শরীফুজ্জামান শরীফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারা।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল ওয়াদুদ দারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। তিনি দিয়েছেন একটি সংবিধান, দেশ ও পতাকা। দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্য বদ্ধ হই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, সহসভাপতি এ্যাড শরিফুল ইসলাম শরিফ,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ গোলাম ফারুক, সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষক সম্পাদক মো: মাহাবুবুর রহমান, জেলা মৎসজীবিলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী নার্গিস শেলী। দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো: আজাহা আলী, মাড়িয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, জয়নগর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টে নিহত জাতির পিতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।