1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মা - Barta24TV.com
রাত ৮:৪৬, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক মা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১১, ২০২৪
  • 28 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতাল এ ৩য় সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দিয়েছেন মা আছিয়া বেগম (৩০) । মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামের বাসিন্দা আছিয়া ও খলিল দম্পতি। খলিল মিয়া পেশায় একজন কৃষক।

আছিয়া বেগমের পূর্বে দুটি সিজারের মাধ্যমে দুটি ছেলে বাচ্চা হয়েছে। এখন ৩য় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার দুইটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা হয়েছে।

এখন মনে হয়, কাকে রেখে কাকে কোলে নেব, তিনজনকে একসঙ্গে নিয়ে ছবি তোলাও কঠিন। তিনজনই ভালো আছে,বললেন মা আছিয়া বেগম।
৪ মাস পূর্বে আল্ট্রাসনোগ্রাম করে ট্রিপলেটের কথা জানতে পারেন, তখন বেশ ভয় পেয়েছিলেন । গরীবে মানুষ কোথায় যাবেন কি করবেন এমন চিন্তা করেছেন।

মানিকগঞ্জ ফিরোজা জেনারেল হাসপাতাল এ আসেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদুর রহমান এর সঠিক সেবার নিশ্চয়তা,সার্বিক সহযোগিতার আশ্বাস এবং চিকিৎসক ডাঃ সাথী সরকার ও ডাঃ রাফিজা রমজান রুম্পা এর সাথে কথা বলে তার ভালো লেগে যায়।আছিয়া বেগম আরো বলেন, উনারা যেভাবে কাউন্সেলিং করে সাহস দেন, তাতে ভয়টা কেটে যায়। অপারেশনের মেডিকেল টিমে প্রধান সার্জন হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ওসমান গনি এবং অ্যানেসিসিয়া ডাক্তার তাপস ভৌমিক।

সার্জারি চিকিৎসক ডাঃ রাফিজা রমজান রুম্পা বলেন, গত ১০ নভেম্বর বিকালে সিজার অপারেশন করে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়। মায়ের গর্ভে বাচ্চারা উল্টো অবস্থানে থাকায় অস্ত্রোপচার করতে হয়েছে। তিন সন্তান জন্ম নেয়ায় খুশি ওই দম্পতি।’ তিনটি বাচ্চাই সুস্থ আছে বলে জানান ওই চিকিৎসক।

নবজাতকরা ফিরোজা জেনারেল হাসপাতালের বিশেষ নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category