

সাইফুল ইসলাম,উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি এর টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ ভারত সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘উদয়পুর মাহাতবস্তি’ নামক স্থানে অ’ভিযা’ন পরিচালনা করে তিনজনকে আট’ক করেছে।
আটককৃতরা হলেন ১( রেজাউল ৩২) পিতা-মৃত নুর মোহাম্মদ গ্রাম, হরিণমারি, ২ (আলী হোসেন ৫০) পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম ,উত্তর পাড়িয়া এবং ৩ (হাকিম ২৪ )পিতা-মৃত ছাবের আলী, গ্রাম ,হরিণমারী সকলেই ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ।
সেখানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাব’লেট ও ৪০০ পিস নি’ষি’দ্ধ ডে’ক্সামেথাস’ন ট্যাবলেট এবং ২ টি মোটরসাইকেল সহ তাদের আ’ট’ক করে ৫০ বিজিবি ঠাকুরগাঁও।
আট’ককৃ’ত আ’সামীদের’কে জব্দ’কৃত মা’দকদ্র’ব্য, নি’ষিদ্ধ ডে’ক্সামেথাসন ট্যা’বলেট ও মোটরসাইকেলসহ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় হস্তা’ন্তর করা হয়েছে।