1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ আজীবন সম্মানিত হচ্ছেন সুজাতা আজিম ও মোজাম্মেল হক - Barta24TV.com
বিকাল ৩:২৩, শুক্রবার, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ আজীবন সম্মানিত হচ্ছেন সুজাতা আজিম ও মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫
  • 52 Time View

স্টাফ রিপোর্টার :

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম।

আজ ৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিকসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে ই-ক্রয় প্রেজেন্ট’স “ স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান ও ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মোঃ মোজাম্মেল হক, সম্পাদক দৈনিক করতোয়া।প্রধান আলোচক থাকবেন- তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান) এটিএন বাংলা।

বিশেষ অতিথি থাকবেন, জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, অভিনেতা কাজী হায়াত, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সুপার হিরোখ্যাত চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েব সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সম্মানিত অতিথি থাকবেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র কনভেনন মোঃ লিয়াকত আলী, মশিউর রহমান সুমন, (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন), সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক কাজল হাজরা, মোহাম্মদ মাসুদ (সম্পাদক- দৈনিক সবুজ বাংলাদেশ), জিহাদুর রহমান (সম্পাদক- দৈনিক কালের সমাজ) স্টার বাংলাদেশ মিডিয়ার সেক্রেটারি হযরত আলী হিরু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এটিএন নিউজের নজরুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ, মহাসচিব সগীর আহমেদ, বাংলাদেশ সিনে জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সালাম মাহমুদ, মানবাধিকার প্রতিদিনের উপ-ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার শিরিন রহমান প্রমূখ।

আরো উপস্থিত থাকবেন- প্রফেসর এম.এ সাত্তার (প্রফেসর- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি), বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব চন্দন কুমার দেব, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম (চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন, এডভোকেট জাহিদ চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), ড. মোহাম্মদ মাহমুদুর রহমান (চেয়ারম্যান- মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশন), ড. রেজুয়ানা রহমান (ইনফারটিলিটি এন্ড রিপ্রোডাকটিভ স্পেশিয়ালিস্ট- ল্যাবএইড এন্ড ইসালামী ব্যাংক স্পেশিয়ালিস্ট হসপিটাল), ব্রিটানিয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভগের চেয়ারম্যান আর.টি.এন মোঃ তরিকুল ইসলাম, চলচ্চিত্র অভিনেত্রী নেহা আকতার, সঙ্গীত শিল্পী তামান্না হক, এসএম শফি, হাফিজ বাউলা, নৃত্য পরিচালক মোঃ জামিল হোসেন খান, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার নিগার দৌলা সহ অর্ধশতাধিক তারকা উপস্থিত থাকবেন।

ফ্যাশন-শো স্টপার থাকবেন ফ্যাশন শো অর্গানাইজার বাবলস ব্লু অন্তু খান ও ফ্যাশন কোরিওগ্রাফার মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউট এর মাস্টার প্রিন্স ।

সভাপতিত্ব করবেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, সম্পাদক ও প্রকাশক- দৈনিক মানবাধিকার প্রতিদিন)।সঞ্চালনা করবেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায় এবং চিত্রনায়িকা নেহা আকতার এবং নিউজ প্রেজেন্টার জাকওয়ানা চৌধুরী (অনিকা)।

এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা আয়োজক মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category