1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
☣২১ আগষ্ট গ্রেনেড হামলার, কিছু দুঃখ ও নিন্দাজনক কথা ↪ ইকবাল আহমেদ লিটন↩ - Barta24TV.com
দুপুর ২:৫২, শুক্রবার, ২২শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

☣২১ আগষ্ট গ্রেনেড হামলার, কিছু দুঃখ ও নিন্দাজনক কথা ↪ ইকবাল আহমেদ লিটন↩

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৯, ২০২২
  • 167 Time View

শেখ হাসিনা বিহীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন খালেদা জিয়া, তাই ২১শে আগষ্ট গ্রেনেড হামলা। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা বেচে থাকলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে, ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলন হবে, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে, লুটপাটের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হবে ভেবেই বেগম জিয়া এবং তাদের মিত্র জামায়াত চেয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে নিঃশেষ করে দিতে, তাই তারা হাওয়া ভবনে বসে পরিকল্পনা করেছিল কিভাবে খতম করা যায় আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনাকে। এর আগেও আরো কয়েক দফায় চেষ্টা করা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তার কুদরতি মহিমায় রহমতের চাদরে আবৃত করে রেখেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের মহান নিয়ামত জননেত্রী শেখ হাসিনাকে, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসে এই দিনটিকে একটি নৃশংস দিনে পরিণত করে দিয়েছে, ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনাকে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় করে দিবার জন্য বেগম খালেদা জিয়ার সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশ্রয় নেন, আর তারই পরিপেক্ষিতে ২১ শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড ছুড়া হয়।আল্লাহ যাকে মায়া করেন তারে কি গ্রেনেড দিয়ে হত্যা করা যায়? না যায় না! কথায় আছে রাখে আল্লাহ মারে কে। সেদিন এ জাতি বর্বরোচিত হত্যাকান্ড প্রত্যক্ষ করেছে, সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমান গ্রেনেড বোমায় প্রাণ দিয়ে গেলেন, প্রাণ দিলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আরো ২৬ জন নেতা কর্মী, রক্তে রঞ্জিত হল পল্টন ময়দান, আহত হলেন প্রায় পাচ শতাধিক নেতা কর্মী, আজো অনেকেই পংগু হয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছেন, কিন্তু অন্ত্যান্ত দুঃখের সাথে এ জাতি সেদিন দেখেছে বিটিভি থেকে শুরু করে প্রত্যেক প্রাইভেট চ্যানেল গুলি এই লোম হর্ষক ঘটনাকে এড়িয়ে গিয়ে খবর পরিবেশন করেছে, পরেরদিন প্রিন্ট মিডিয়ায় এ খবর ছাপানোর পর বিটিভির মহা পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, পরে আবার পরিস্তিতি শান্ত হলে তাকে সপদে বহাল করা হয়, বাংলার মানুষ তাদের ড্রামা সিরিজগুলি দেখেছে, সেই বিএনপি আজকে যখন জাতীয় ঐক্যের কথা বলে তখন মনে পড়ে সেই অতীত দিনের কথা, যারা এদেশের মানুষ কে মানুষ হিসাবে গন্য করে নাই তাদের সাথে কিসের ঐক্য, যারা ক্ষমতায় থাকাকালিন সময় এক যোগে ৬৩জেলায় বোমা মারতে সাহায্য করে তাদের সাথে কিসের ঐক্য, যারা আওয়ামীলীগের ২৮ হাজার নেতা কর্মী হত্যা করলো তাদের সাথে আজ কিসের ঐক্য, যদি আওয়ামীলীগের ঐক্য তাদের সাথে হয় তাহলে আমি বলব মীরজাফর আলী খানের সাথে বন্ধুত্ব ছাড়া অন্য কিছু নয়। আজ যখন বি এন পি গনতন্ত্রর কথা বলে তখন হাসবো না কাদবো বুজে উঠতে পারি না । তবে আমার কাছে মনে হয় পাগলের প্রলপ।

বাংলায় একটা কথা আছে ,,পাগলে কি না বলে ছাগলে কি না খায়। ,,
বি এন পি একটা বিনোদন রাজনৈতিক হিসাবে একটি অপকর্ম এদের ভিতর রাজনৈতিক কোনো আদর্শ নেই। বি এন পি একটা সন্ত্রাসী দল।হিসাবে বিশ্বের কাছে সুপরিচিত। এবং আতংকের নাম ,বি এন পি নিয়ে নো কমেন্ট।

একটা প্রবাদ আছে মানুষ যখন সুখে থাকে তখন দুঃখের দিনের কথা ভুলে যাই।

একটু পেছনে আলোকপাত করা হোকঃ ২০০১ থেকে ২০০৬ সলের কিছু দুঃখের কথা একটু স্বরণ করি। সবসময়ে আমরা অতীত ভুলে যেতে চাই।
• ২০ জানুয়ারি ২০০১ পল্টন সমাবেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বোমা-হামলা
• ১৪ এপ্রিল ২০০১ রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হুজির বোমা-হামলা, নিহত ১১, আহত দেড়-শতাধিক
• ৩ জুন ২০০১ গোপালগঞ্জের বানিয়ারচরের গির্জায় বোমা-হামলা; নিহত ১০, আহত শতাধিক
• ১৫ জুন ২০০১ নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, নিহত ২২, আহত ১০০
• ২৬ সেপ্টেম্বর ২০০১ বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বোমা-হামলা, নিহত ৮, আহত ২০
• ১৬ নভেম্বর ২০০১ চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীকে হত্যা করে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসীরা
• ২১ এপ্রিল ২০০২ এই দিনে রাউজানে বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি মহাথেরোকে গভীর রাতে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা
• ২৬ সেপ্টেম্বর, ২০০২ সিরাজগঞ্জে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা, নিহত ৪, আহত অর্ধশতাধিক
• ২৮ সেপ্টেম্বর, ২০০২ সাতক্ষীরার গুড়পুকুরে মেলা-সিনেমা হল-সার্কাস প্রাঙ্গণে বোমা হামলা, নিহত ৩
• ৬ ডিসেম্বর ২০০২ ময়মনসিংহের ৩টি সিনেমা হলে বোমা হামলা, নিহত ২৭, আহত দুই শতাধিক
• ১৭ জানুয়ারি, ২০০৩ টাঙ্গাইলের সখীপুরে মাজারে-মেলায় বোমা হামলা, নিহত ৭, আহত ২০
• ১৩ ফেব্রুয়ারি ২০০৩ দিনাজপুর শহরে জামায়াতের জঙ্গিদের আকস্মিক বোমা-হামলা
• ১ মার্চ ২০০৩ খুলনায় বাণিজ্য মেলায় বিএনপি-জামায়াতের জঙ্গিদের বোমা-হামলা, নিহত ১, আহত ১০ জন
• ২৬ আগষ্ট ২০০৩ মহালছড়িতে চাকমা ও মারমাদের ৩০০ বাড়ী পুড়িয়ে ২ জন হত্যা ১০ জন নারীকে ধর্ষণ করে জামায়াত শিবির পন্থী ক্যাডাররা
• ১৮ নভেম্বর ২০০৩ রাতের আঁধারে হত্যা করা হয় বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়ির একই পরিবারের ১১ জন
• ১২ জানুয়ারি ২০০৪ হজরত শাহজালালের মাজারে আর্জেস গ্রেনেড হামলা, নিহত ৭,আহত ৫০
• ১ ফেব্রুয়ারি ২০০৪ খুলনায় পরিকল্পিত বোমা-হামলা, সাংবাদিক মানিক সাহা নিহত
• ১ এপ্রিল ২০০৪ চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্রের চালান ধৃত, জড়িত তারেক জিয়া-বাবর-নিজামী গং
• ৭ মে ২০০৪ গাজীপুরে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা
• ২১ মে ২০০৪ ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা, নিহত ৩
• ২৭ জুন ২০০৪ সাংবাদিক হত্যার লক্ষ্যে জঙ্গি বোমা-হামলা, নিহত সাংবাদিক হুমায়ূন কবীর বালু
• ৭ আগস্ট ২০০৪ সিলেটে আওয়ামী লীগের সভায় হুজির গ্রেনেড হামলা, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম নিহত হয়।
• ২১ আগস্ট ২০০৪ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী,
• ১২ জানুয়ারি ২০০৫ শেরপুর ও জামালপুরেও বোমা মারে
সারা দেশে।
ইকবাল আহাম্মদ লিটন
সদস্য সচিব আয়ারল্যান্ড আওয়ামী লীগ ও উপদেষ্টা সম্পাদক, অভিযোগ বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category