নিজস্ব প্রতিনিধিঃ
আবারও পদত্যাগ করলেন কনজিউমার রাইটস বাংলাদেশ নামক সংগঠনের ত্যাগি, সৎ এবং জাতীয় মানের সংগঠক বিশিষ্ঠ হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মাদ কামাল উদ্দিন। তিনি আজ দৈনিক অভিযোগ বার্তা কে বলেন আমি সংগঠন করি ভালোবেসে চাদাবাজী করে নিজের আখের গুছানোর জন্য সংগঠন করি না,আমি সিআরবি ও ভোক্তা অধিকার আদায়ের লক্ষ্যে কি করেছি সেটা আপনার মিডিয়ার সাংবাদিকরা ভালো জানেন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আগামীতেও আমি সমাজ সেবামুলক কাজে আরও বলিষ্ঠ ভুমিকা রাখতে হয়তো অন্য কোন সংগঠনের সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ।
একথা বলে মোহাম্মাদ কামাল উদ্দিনের পূত্যাগের কারন সহ বিস্তারিত উল্লেখ করেন
আমি অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), চট্টগ্রাম বিভাগীয় শাখা কমিটি। ইতিপূর্বে আমি উক্ত সংগঠন এর লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ছিলাম। দীর্ঘদিন উক্ত সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে বুঝতে পারলাম যে, সদস্য বানানোর নামে কার্ড বিক্রি করা ছাড়া উক্ত সংগঠন এর তেমন কোন কাজ নেই। সংঘটন এর বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার সীমা নেই। সব মিলিয়ে এক হযবরল অবস্থা।
দেশের ও জনগনের কোন উপকারে না এসে শুধুমাত্র কার্ড বিক্রি করে মহাসচিবকে টাকা যোগাড় করে দেয়াকে নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। বিবেকের ধ্বংসনে এমন অস্তিত্বহীন সংঘটন থেকে সরে যাওয়া সমীচীন মনে করছি।
এমতাবস্থায় সিআরবি, চট্টগ্রাম বিভাগীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করছি।