1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক চেয়ারম্যান এর বাহিনীর লোকজন দ্বারা বর্তমান চেয়ারম্যানের ভাইপোর উপর অতর্কিত হামলা। - Barta24TV.com
সকাল ৭:০৫, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক চেয়ারম্যান এর বাহিনীর লোকজন দ্বারা বর্তমান চেয়ারম্যানের ভাইপোর উপর অতর্কিত হামলা।

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ২২, ২০২২
  • 495 Time View

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

গতবছর ইউপি নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হয়ে সাবেক চেয়ারম্যান এর বাহিনীর লোকজন বর্তমান চেয়ারম্যান ও তার লোকজন এর উপর হামলা, মামলা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে শান্তি শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। সাবেক চেয়ারম্যান সরকার দলের হওয়ায় তার আনুগত্য কারী বাহিনীর সক্রিয় সদস্যদের কেউ কিছু করতে পারে না। তাদের বাহিনীর সক্রিয় সদস্যদের নেতৃত্বে জনি, সন্ত্রাসী সাথী, মেথর মিলন, ট্যারা বিল্লাল, গাঁজা খোরশেদ, বখাটে অমি, বখাটে আসলাম, বখাটে সুমন, বখাটে কায়েস, বখাটে বাঁধনরা। এলাকার যুবসমাজের নৈতিক অবক্ষয়ের পিছনে সাবেক চেয়ারম্যানকেই সবাই দ্বায়ী করে। এই নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের মনে অনেক ক্ষপ জন্মেছে। সাবেক চেয়ারম্যান এর চাচাতো ভাই তার ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে। সাবেক চেয়ারম্যান এর বাহিনীর দ্বারা অতিষ্ঠ এলাকায় সাধারণ জনগণ।

এ ঘটনায় বাঁধন নামে একজন কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আশ্রয় দাতা সহ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি এলাকায় বাসীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category