সাতক্ষীরা জেলা প্রতিনিধি তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক’ শিশুমেলা শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪মে) বেলা ১২ টায় তালার শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিন ব্যাপী উক্ত শিশুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। এসময় ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু,শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার প্রমূখ।