মোঃ গোলাম কিবরিয়া – লোহাগড়া, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো. জনি শেখ (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত জনি শেখ কোলা গ্রামের মো. মিজান শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৮ নভেম্বর সকাল ১০ টার দিকে বাড়ী থেকে মোটরসাইকেল করে দুধ বিক্রি করার উদ্দেশ্যে লোহাগড়া রওনা হলে রাজুপুর নামক স্থানে আসলে ট্র্যাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন লাশের আইনি প্রক্রিয়া চলছে ও ট্রাকটি থানার রয়েছে।