1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রেল ক্রসিং এ ভাঙা রাস্তা ও স্লিপার জন্য ঘটছে দূর্ঘটনার তৈরি হচ্ছে যানযট। - Barta24TV.com
বিকাল ৫:৩৬, শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রেল ক্রসিং এ ভাঙা রাস্তা ও স্লিপার জন্য ঘটছে দূর্ঘটনার তৈরি হচ্ছে যানযট।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২
  • 201 Time View

সাহ্জাদা রনি, স্টাফ রিপোর্টার

গাজীপুর জয়দেবপুরের ব্যস্ততম এমন রাস্তায় রেল ক্রসিং এর স্লিপার গুলো অমেরামতই রয়ে গেলো। যার ফলে দৈনন্দিনই ঘটছে বিভিন্ন দূর্ঘটনা এমন কি সেই সাথে যানযটের সৃষ্টি। জয়দেবপুর সহ সব জায়গার রেল সংযোগ রাস্তাগুলোতে আরো বেশি নজর দেওয়া উচিত। রেললাইনের স্লিপারের মাঝে এতোটাই ফাকা যে, প্রাইভেটকার জাতীয় গাড়িগুলা আটকে যায়। এটা অবশ্যই বিপদ জনক।

কিছুক্ষন আগেই প্রাইভেট কারটি জয়দেবপুর রেল ক্রসিং এর রাস্তা পার হওয়ার সময় চলমান অবস্থায় গাড়ির চাকা, দুই স্লিপারের মাঝখানের গর্তে আটকে যায়।নেমে ঠ্যালা দেওয়া ছাড়া,এখানে ড্রাইভারের কিছুই করার নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category