1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রামনগর ইউনিয়নে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত। - Barta24TV.com
বিকাল ৪:৫৫, সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রামনগর ইউনিয়নে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২
  • 219 Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ জাকির হোসেন

আজ সোমবার (২২ই আগস্ট) ফরিদপুর জেলা জাকের পার্টি ও নগরকান্দা উপজেলা জাকের পার্টির পক্ষ থেকে, ৭ই সফর কে সামনে রেখে রামনগর ইউনিয়নে মিশন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর সবুর,ডাঃমোঃগফফার, নিজামুল হক শিশির, জাকির হোসেন, ফিরোজ হোসেন সহ স্থানীয় জাকের পার্টির নেতা কর্মী গন।

মিশন সভায় সভাপতিত্ব করেন, জয়নুদ্দিন মেম্বার, জাকের পার্টির সভাপতি রামনগর ইউনিয়ন।

সভা শুরু হয় বাদ আসর, মিলাদ শরীফ, রওজা শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে।

মাগরিবের নামাজ, নফল নামাজ আদায়, ফাতেহা শরীফ পাঠ ও প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

এ সময় প্রধান অতিথি ডাঃ মোঃ ফজলুল হক বলেন, সামনে ৭ই সফর , আর এই ৭ই সফর উপলক্ষে রামনগর ইউনিয়নের সকল জাকের পার্টির নেতা-কর্মী, সমর্থক, জাকেরান আশেকান, ভক্ত,মুমিন, মুসলমান ভাই ও বোনদেরকে কৈজুরী জাকের মঞ্জিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category