মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
যুব প্রশিক্ষণ কেন্দ্র জামালপুর আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
জামালপুর জেলায় সাতটি উপজেলার যুবকদের স্বাবলম্বী করতে আত্নকর্মসংস্হানের লক্ষে প্রশিক্ষনার্থীদের দক্ষ করে গড়ে তোলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যুব প্রশিক্ষন কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুর “গবাদিপশু পালন বিষয়ক” এক মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের সমাপনী দিন ২৬.১২.২০২২ ইং তারিখ রোজ সোমবার অত্র প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শ্রদ্ধেয় মোঃ মাহবুবুর রহমান সাহেবের আমন্ত্রণে অতিথি হিসাবে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল সংগঠক তারকা সংঘের সভাপতি, মানবাধিকার কর্মী ও কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ১ ঘন্টার ক্লাশ পরিচালনা করেন।
যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মাহবুবুর রহমান সাহেবের নেতৃত্বে অত্র জেলার বেকার যুব ও যুবনারীদের আত্নকর্মসংস্হানের লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।