1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
যশোরের কেশবপুরে আইন অমান্য করে সাংবাদিকের জমি জোরপূর্বক দখল - Barta24TV.com
বিকাল ৪:৫২, সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের কেশবপুরে আইন অমান্য করে সাংবাদিকের জমি জোরপূর্বক দখল

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৮, ২০২২
  • 157 Time View

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের কেশবপুরে আইন অমান্য করে সাংবাদিকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর সভার আলতাপোল গ্রামের মৃত মকছেদ আলী বিশ্বাসের পুত্র আব্দুস সালাম বিশ্বাস ২০-০৫-১৯৯২ সালে সাবদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের পূত্র গোলাম হোসেন মোড়লের নিকট থেকে সাবদিয়া মৌজায় ৭টি দাগে ৩৪ শতক জমি ক্রয় করে। সেই থেকে আব্দুস সালাম বিশ্বাস আপোষে ৪৬৬ নং দাগে ৩১ শতক জমি ভোগ দখল করে আসছে। ২০২০ সালে বিবাদি সাখাওয়াত হোসেন কুদ্দুস এর ফুফাতো ভাই ও বোন জামাই নূরুল ইসলাম তার শ্বশুর ও মায়ের অংশ বাবদ ৪৬৬ নং দাগে ৩১ শতক জমির মধ্যে ৬ শতক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে বিবাদির ওয়ারেশ মিজানুর রহমানের ১ দশমিক ৮৬ শতক জমি বিক্রি করে দেয় এবং সর্বশেষ বিবাদির আরেক চাচা মকছেদ মোড়লের ওয়ারেশগন ১৪ শতক জমি দখল করে। যার ফলে নিরুপায় হয়ে গত ১৩ জুলাই কেশবপুর পৌরসভায় আব্দুস সালাম বিশ্বাসের পুত্র সাংবাদিক শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পৌরসভার পক্ষ থেকে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুনের উপস্থিতিতে ৪ আগস্ট তারিখে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেয়। পৌর আইন অমান্য করে বিবাদি সিমানা পিলার উঠিয়ে দিলে পৌরসভার পক্ষ থেকে আব্দুস সালাম বিশ্বাসের পক্ষে প্রতিবেদন প্রদান করে। এব্যাপারে আব্দুস সালাম বিশ্বাসের পুত্র সাংবাদিক শফিকুল ইসলাম বাদি হয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category