মেলান্দহ থেকে রমজান আলী:
মেলান্দহ সরকারি কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বুধবার বেলা ৪,৩০মিনিটের সময় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলান্দহ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন-মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মিশু, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রদলের ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক এস এম রমজান আলী ও ঢাকা আবু জরগিকারী কলেজ শাখার ছাত্রদলের প্রচার সম্পাদক তৌকির হোসেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ রহুল আমীন,পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ,ছাত্রনেতা আঃ হালিম, মোঃ সিদ্দিক, জুয়েল খান,রবিন,নিলয় ও ছাত্র নেতা রুবেল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।