জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মোঃ সিয়াম হোসেন (১৪) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। সিয়াম উপজেলার বাহাদুরপুর গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী মোঃ শিহাবুল ইসলামের বড় ছেলে এবং বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন ছাত্র।
সিয়ামের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সিয়াম বন্ধুদের সঙ্গে নদীর ধারে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে বন্ধুদের রেখে নদীতে গোসল করতে নামে।
পরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের দীর্ঘ ১৬ ঘণ্টা পর শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরিদল পার্শ্ববর্তী গোলাপনগর এলাকার পদ্মা নদী থেকে সিয়ামের মৃতদেহ উদ্ধার করে।
সিয়ামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে সকাল ১১টা ৩০ মিনিটে বাহাদুরপুর কৈগাড়ীপাড়া গোরস্থান ময়দানে সিয়ামের জানাজা নামাজ শেষে সেখানে দাফন করা হয়।