1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভালোবেসে বিয়ে করলেন জান্নাত - Barta24TV.com
সকাল ৭:১৩, সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবেসে বিয়ে করলেন জান্নাত

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৩১, ২০২২
  • 631 Time View

মহেশখালী প্রতিনিধিঃ

মোঃ পারভেজ।

গত ২৫ অক্টোবর কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এভিডেভিড মুলে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

কনে জান্নাতুল বকেয়া, পিতা মোহাম্মদ হামিদ, সাং উত্তর সুতরিয়া, ৫ নং ওয়ার্ড, ইউনিয়ন ধলঘাটা, উপজেলা মহেশখালী, জেলা কক্সবাজার।
বিয়ের পর কনে জান্নাতুল বকেয়া পরিবার সদস্য তথা মা- বাবার উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে জান্নাতুল বকেয়া বলেন, আমি সাবালক, সবকিছু বুঝার তৌফিক মহান আল্লাহ আমাকে দিয়েছেন। আমি মামুনুর রশিদ সায়েমকে দীর্ঘদিন ধরে ভালোবাসি। তিনিও আমাকে ভালোবাসেন। তাই আমরা পরস্পর বুঝাপড়ার মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি। ভিডিও বার্তায় জান্নাতুল বকেয়া তার মা-বাবাকে বলেন, আপনারা আমার স্বামী তথা মামুনুর রশিদ সায়েম ও তার পরিবারের বিরুদ্ধে কোন ধরনের মামলা মোকদ্দমা করবেন না, কারণ আমি নিজে স্বেচ্ছায় কাবিননামার মাধ্যমে তাকে বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category