আনোয়ার হোসাইন( সুনামগঞ্জ) উগ্র হিন্দুত্ববাদী (বিজেপি) নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মুসলিম বিদ্বেষী,বিশ্বনবীকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা। এ সময় জেলার নেতা-কর্মীরা বিক্ষোভস্থলে সমবেত হয়ে ভারতের সেই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৮টায় শহরের রিভার ভিউ থেকে শুরু করে বালুর মাঠ হয়ে আলীমাবাগ মসজিদ সংলগ্ন উকিল পাড়া,কাজীর পয়েন্ট, বিহারী পয়েন্টসহ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা জামায়াত। দলটির নায়েবে আমীর এডভোকেট শামসুদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামি সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ,এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু হানিফ নোমান,পৌর জামায়াতের আমীর এডভোকেট নুরুল আলম, জেলা শিবিরের সেক্রেটারি তাহমিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতাকে লক্ষ্য করে প্রধান অতিথির বক্তব্যে মোমতাজুল হাসান আবেদ বলেন, রাসুলের (সা.)এর, প্রতি ভালোবাসা প্রত্যেক মুসলিম নর-নারীর মধ্যে রয়েছে। রাসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যেক মুসলমানের হৃদয় দাগ কেটেছে। রাসুলকে নিয়ে কটাক্ষ করে কথা বলা বরদাশত করা হবে না।সুতরাং ভারতীয় দোষরদের বলতে চাই, আজ ইসলামকে কুক্ষিগত করতে যে নির্লজ্জ অপচেষ্টায় তোমরা লিপ্ত হয়েছ, তা কোনো দিনও বাস্তবায়ন হবে না। তিনি আরও বলেন, শুধু ভরতীয় পণ্য বর্জনের মাধ্যমে নয় বরং তাদের এই দেশ থেকে যেসব সুবিধা দেওয়া হয়, তা অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে। ওই বিজেপির দুই নেতাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আইনের আওতায় আনতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।