স্পোর্টস ডেস্কঃ
ভক্তকে বিয়ে করেছেন ২০২৩ সালে অভিমানে বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া জাতীয় নারী ফুটবল দলের সাবেক ডিফেন্ডার আঁখি খাতুন।
একজন খেলোয়াড় আরেকজন দর্শক।এভাবেই পরিচয় তাদের।অবশেষে তিন বছরের প্রেমের পরিণয় ঘটেছে।টেনিস কোচ শরিফুল ইসলামকে ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় আঁখি খাতুন।গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বাবাড়িয়া এলাকায় আঁখির নিজ বাসভবনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।বর ও কনেকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, বর শরিফুল ইসলামের বাড়ি রাজশাহীর রাজপাড়া এলাকায়।তিনি বর্তমানে চীনের এইজ জি এ টেনিস ক্লাবে কোচ হিসেবে কর্মরত।আর আঁখি খেলছেন চায়নার স্ককর ওয়ার্ড ক্লাবে।২০১৮ সালে টেলিভিশনের পর্দায় বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় আঁখি খাতুনের খেলা দেখে ভালো লেগে যায় চীনের লন টেনিস কোচ শরিফুল ইসলামের।২০২১ সালে মাঠে বসে আঁখির খেলা দেখতে চীন থেকে দেশে আসেন তিনি।
এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যোগাযোগ চলতে থাকে।ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে উভয়ের মধ্যে। দুজনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারকে জানান।পরিবারের সম্মতিতে তিন বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা।পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুশি হওয়ার পাশাপাশি সবার কাছে দোয়া চাইল এই নব দম্পতি।বিয়ের পরও খেলা চালিয়ে যাওয়ার কথা জানালেন আঁখি।সেইসঙ্গে বর্তমানে নারী ফুটবল দলে যে সমস্যা চলছে তা আলোচনায় বসে সমাধানের আহ্বান জানান সাবেক এই খেলোয়াড়।
আঁখি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান থাকা সেই বাবা, মা ও শিক্ষক তার জীবনের নতুন অধ্যায়ে সবার কাছে দোয়া চেয়েছেন।