1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত। - Barta24TV.com
সকাল ১১:১৭, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩১, ২০২৪
  • 104 Time View

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী

আজ ৩০/৭/২৪ ইং রোজ মঙ্গলবার কুষ্ঠরোগ প্রতিরোধ ও আরোগ্য লাভে জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ও এনজিও সংস্থা প্রয়াসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে কুষ্ঠরোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক সার্ভিল্যান্স মেডিকেল অফিসার মফিজুর রহমান ফিরোজ।
এ সময় বলা হয়, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ সনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হলে শারীরিক ক্ষতির পরিমান কমে আসে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা দেয়া হয়ে থাকে। তাই শরীরে অনুভূতিহীন যেকোন ফ্যাকাসে দাগ হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়াও কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহনের পাশাপাশি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।

এ সময় আরও বলা হয়, গত ৫ বছর অর্থাৎ ২০১৯ -২০২৩ পর্যন্ত জেলায় ১৯৮ জন কুষ্ঠরোগে আক্রান্ত হন। যার মধ্যে বেশি আক্রান্ত হয় নাসিরনগর উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন। এ ছাড়া সদর উপজেলায় ৩৩ জন, কসবা উপজেলায় ১৪ জন, আখাউড়া উপজেলায় ৪জন, সরাইল উপজেলায় ৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৮ জন, বিজয়নগর উপজেলায় ৩১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৪জন ও নবীনগর উপজেলায় ৩জন।
এরমধ্যে আক্রান্ত সকলেই বিভিন্ন মেয়াদী ঔষুধ সেবন করে সুস্থ হয়ে উঠেছেন। এরমধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চিকিৎসাধীন কুষ্ঠ রোগীর সংখ্যা রয়েছে ১৫ জন এবং নতুন করে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন ১০ জন। তারা বিভিন্ন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উক্ত কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন কার্যালয়ের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াম, ফিল্ড ফ্যাসেলেটেটর মো. আরিফুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category