1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বেহাল অবস্থা জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের। - Barta24TV.com
সকাল ৯:৩৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেহাল অবস্থা জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৭, ২০২২
  • 292 Time View

মোঃ আফজালুল হক মিলন।

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রাণকেন্দ্রে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় টি অবস্থিত। ১৯-০৬২০২২ ইং এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আর এই পরীক্ষার একটি অন্যতম সেন্টার হচ্ছে এই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।যেখানে নাই কোন প্রাণী নিরসন ব্যবস্থা।নাই কোন ড্রেন।ড্রেন না থাকার কারণেই ১-২ দিনের পানিতেই হাঁটু সমান পানি জমেছে।স্কুল বাসীদের কাছ থেকে জানা যায় স্কুলটি পৌরসভার ভিতর হলেও পৌরসভা এখানে কোন কাজ করেনা। এই স্কুলের সভাপতি জলঢাকা উপজেলা নির্বাহি অফিসার। তাইতো স্কুল বাসি ও স্কুল কমিটি আশাবাদী যে এস এস সি পরিক্ষার শুরুর আগেই পানি নিরেসন ব্যাবস্থা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category