1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকা মুল্যের ৩০টি সোনার বার সহ পাচারকারী আটক। - Barta24TV.com
দুপুর ১:৩৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে আড়াই কোটি টাকা মুল্যের ৩০টি সোনার বার সহ পাচারকারী আটক।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২
  • 280 Time View

কামাল হোসেন বিশেষ প্রতিনিধঃযশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বার সহ আশিকুর রহমান (৩২) নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে জামতলা-বালুন্ডা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক আশিকুর বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান পিএসসি বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category