অসুস আকাশ রায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংক ফাউন্ডেশন ও মানব সেবায় যুব কমিটির যৌথ উদ্যোগে এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে,আগামীকাল বিকাল ৫ টায় প্রায় ৯০ কিলো রাস্তা অতিক্রম করে,,তালা উপজেলার সদর ইউনিয়ন জিয়ালা নলতা গ্রামের,আবু সাইদ ভাই কে কিছু বাজার সামগ্রিক দান করে তিনি প্রায় ৩ বছর যাবত অসুস্থ, ছিলেন তার পরিবারের হাল ধরার মতো কেউ নাই,,বাজার সামগ্রিক বিতরণ এ গিয়েছিলেন,,অত্র সংগঠন এর সদস্য তাদের জন্য সাহায্য করেন ১ঃসভাপতি হাফেজ মোঃ আসাফুর রহমান ২ঃসাধারণ সম্পাদক ঃ মোঃ আমিনুর রহমান ৩ঃ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ঃ মোঃ মাসুম বিল্লাল ৪ঃ সাধারণ সম্পাদকঃ মোঃ সাদিকুর রহমান ও সাংবাদিক আকাশ (তালা) এই সংগঠন এর মাধ্যমে সবাই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে,, তার জন্যই আজ একটা অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে,,, তারা অনেক খুছি হয়েছে,,আল্লাহ যেন আমাদের এই সংগঠন এর সকল সদস্য দের ভালো রাখেন এবং এমন মনমানসিকতা যেন চিরজীবন থাকে,,সবার কাছে আশা করি এমনি যেন এই সংগঠন এর পাশে তথা মানুষের পাশে থাকবে