নিউজ ডেস্কঃ
ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎ শাটডাউনের খবরটি উঠে এসেছে বেশ কিছু পত্রিকায়। আজকের পত্রিকার শিরোনাম ‘দাবি আদায়ে বিদ্যুৎ বন্ধ ভোগান্তিতে কোটি গ্রাহক। ’ সেখানে বলা হচ্ছে দুই দফা দাবিতে কয়েক মাস ধরে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কয়েক মাস ধরে আন্দোলন করছেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ২০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা ও তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আন্দোলনরতরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন ।
তবে বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে কোটি গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন । কোথাও কোথাও পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। কোথাও আবার হস্তক্ষেপ করতে হয়েছে সেনাবাহিনী ও প্রশাসনকে। এভাবে হুট করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ঝুঁকিতে পড়েছে জাতীয় গ্রিডও।
এবিষয়ে ইংরেজি দৈনিক স্টারের প্রতিবেদন, ‘ Rural electricity returns after govt assurance,’ অর্থাৎ সরকারি আশ্বাসে ফিরেছে পল্লী বিদ্যুৎ। সেখানে বলা হচ্ছে ১৩ জেলার ২২টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) কর্মকর্তারা গতকাল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অফিসের সামনে বিক্ষোভ করেন। এতে করে লক্ষ লক্ষ গ্রাহক সাত ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন।
কর্মকর্তারা অবৈধভাবে চাকরিচ্যুত’দের চাকরিতে পুনর্বহালের দাবি জানান এবং ১২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে ঢাকায় পদযাত্রার হুমকি দেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত হয়। বিক্ষোভের পর, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়। অনেক জায়গায় সেনাবাহিনী, র্যাব, জেলা প্রশাসনের হস্তক্ষেপে সংযোগ পুনঃস্থাপন করা হয়।
বিদ্যুৎ বন্ধের কারণে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ভোগান্তি দেখা দেয়।
সুএঃ দৈনিক অভিযোগ বার্তা