গোলাম কিবরিয়া,নড়াইল জেলা:
অদ্য ১০ নভেম্বর অপরাহ্নে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন, ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অতঃপর তিনি ট্রাফিক বিভাগ এবং সদর ফাঁড়ি পরিদর্শন করেন। ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় জেলা পুলিশ সুপার বলেন,পুলিশের সকল থানা,ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ”। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মীর শরীফুল হক, ডিইআইও ১,মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক( ক্রাইম),মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,মোঃ ওবাইদুর রহমান,অফিসার ইনচার্জ,সদর থানা মোঃ হাসানুজ্জামান,ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, সদর ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।