ফরিদপুর প্রতিনিধিঃজাকির হোসেন।
আজ(০১-১০-২২)শনিবার নগরকান্দা উপজেলা,রামনগর ইউনিয়ন এ টি সি বি মাল বিতরণ করা হয়েছে।
৪০৫ টাকার করে ৭৮৯ টি পরিবারের মধ্যে
২কেজি সয়াবিন তেল,২ কেজি মুশুরির ডাউল,১ কেজি চিনি সুষ্ট ও সুন্দর ভাবে বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,নগরকান্দা উপজেলার
রামনগর ইউনিয়নের ট্রাক অফিসার মিয়া মোঃ আরিফুল আজম,রামনগর ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান কাইম উদ্দিন মন্ডল,টিসিবি ডিলার এডভোকেট আক্কাস আলী, খালেক শরিফ সহ্ রামনগর ইউনিয়ন এর মেম্বার সকল।