জিয়াউর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৯ নং রেফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ বাবলু (৭৫) হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯ টার সময় কুষ্টিয়া শহরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে যায়, তখন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, জাতীয় পার্টি সমর্থিত আব্দুর রশিদ বাবলু ১৯৯২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেও বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থী মরহুম রবিউল হক সরকারের সাথে নির্বাচন সংক্রান্ত মালার কারণে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জামিরুল ইসলাম বাবুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি ২০২২ সালের ১৩ জানুয়ারী দায়িত্বভার গ্রহণ করেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।