দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি, দুর্গাপুরে জামায়াতের কর্মী সম্মেলনে নুরুজ্জামান লিটন
রাজু আহমেদ
-
Update Time :
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
-
33 Time View

রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিবেশী একটি দেশ থেকে ষড়যন্ত্রের ঘুটি চালা হচ্ছে। তাই দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।
এছাড়া আগামী ১৮ জানুয়ারি রাজশাহী মাদরাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে সবাইকে যোগদানের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ৮নং আড়ইল ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেল ৩ ঘটিকায় আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
জামায়াত নেতা আকরাম আলীর সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর অধ্যাপক জাবের আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যথাক্রমে উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম ও তাহেরপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী জেলা পূর্ব সেক্রেটারি আব্দুর রব, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল জব্বার, ইয়াসিন আলী মেম্বার, জুবায়ের মাহমুদ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category