নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, পূণরায় গঠন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিএম কিবরিয়া।
২ ডিসেম্বর শনিবার প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে মেয়াদ উত্তীর্ণ হওয়া কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠনের লক্ষে প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়। এতে পুনরায় নবযাত্রা প্রেসক্লাবের সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে জিএম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুরশেদ আলম, সহ-সভাপতি রাজু আহমেদ, নাহিদ ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে মশিউর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক মমিন ইসলাম দপ্তর সম্পাদক নাইম ইসলাম, আইন বিষয়ক সম্পাদক, শাহিন আলম,ক্রিয়া সম্পাদক নাজমুল হূদা ও সাধারণ সদস্য রাকিব, হাসিবুল ইসলাম, আল-আমীন, প্রমূখ।
সাংবাদিকদের প্রাণের সংগঠন চার বছরে পদার্পণ করায় ও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ।