রাজশাহী ব্যুরো,ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আহমদীয়া যুব সংগঠন। আত্ন মানবতার সেবায় আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুরে রোববার (১৪ জানুয়ারি) বিকালে পৌরসভার দেবীপুর গ্রামের দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে আহমদীয়া যুব সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান বলেন, আত্ন মানবতার সেবায় সর্বদা কাজে করে যায় আমাদের এই সেবামূলক অরাজনৈতিক সংগঠন। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এ সময় উপস্থিত ছিলেন, আহমদীয়া যুব সংগঠনের বিভাগীয় সভাপতি জনাব হাফিজুর রহমান, সংগঠনের জেলা সভাপতি জনাব হাসান রেজা, দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ সাইফুল ইসলাম,দেবীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনতাজ আলী মাস্টার, স্থানীয় পুলিসিং কমিটির সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর যুব সংগঠনের স্থানীয় আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম,শিক্ষানবিশ আইনজীবী মোঃ মোজাম্মেল হক,দেবীপুর আহমদীয়া মসজিদের ইমাম আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।