দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজু আহমেদ,
দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ এর উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে তিনদিনব্যাপী এই উন্নয়ন মেলার সমাপনী দিনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ম স্থান অধিকার করেছে উপজেলা প্রকৌশলী দপ্তর , ২য় স্থান অধিকার করেছে জয়নগর ইউনিয়ন পরিষদ ও ৩য় স্থান অধিকার করেছে নওপাড়া ইউনিয়ন পরিষদ।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার উপপরিচালক সরকার অসীম কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সরকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, থানা অফিসার ইনচার্জ নাজমুল হক সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।