রাজু আহমেদ, রাজশাহী:
রাজশাহী দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়।
টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান।
জয়নগর ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ১৬৮৭ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। পণ্যের মধ্যে রয়েছে- ৫ কেজি চাউল, ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুশারি ডাল।
এ সময় প্রখর রোদে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেকেই। ৫ নং ওয়ার্ডের কার্ডধারী একজন ব্যক্তি বলেন, বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে অনেক কম টাকায় টিসিবির পন্য পাওয়ায় অনেকটা খুশি তারা ।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিতরণকারী কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার রুহুল আমিন, ইউপি সচিব উজ্জ্বল হোসেন, ইউপি সদস্য ববিতা বেগম, আব্দুল মতিন, বাহার আলী, রাকিবুল ইসলাম, ইদ্রিস আলী, মুনসুর রহমান প্রমুখ।