1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জন্মের তিন ঘণ্টার মধ্যে তাহমিনার ৫ সন্তানের মৃত্য। - Barta24TV.com
বিকাল ৫:৩৫, সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জন্মের তিন ঘণ্টার মধ্যে তাহমিনার ৫ সন্তানের মৃত্য।

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২
  • 259 Time View

যশোর জেলা প্রতিনিধিঃ প্রিন্স রিপন

প্রসূতি মা তাহমিনা খাতুনের (২২) পাঁচ সন্তান জন্ম দেবার আনন্দ মাত্র ৩ ঘণ্টার ব্যবধানেই শোকে পরিণত হলো। একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তান এসেও একে একে আবারও পৃথিবী থেকে বিদায় নিলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।

প্রসূতি তাহমিনা খাতুন যশোর সদর উপজেলার ছুটিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবীরের স্ত্রী।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, তাহমিনা খাতুন ২৪ সপ্তাহের গর্ভবতী ছিলেন। বিবাহের পর এটি তার প্রথম সন্তান ধারণ। প্রসূতি তাহমিনা মঙ্গলবার সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। বেলা একটার দিকে প্রসূতির প্রসব বেদনা উঠলে প্রসূতি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ও সেবিকাদের সহোযোগিতায় নরমাল ডেলিভারিতে পর পর পাঁচটি সন্তানের জন্ম দেয় তাহমিনা। পাঁচটি সন্তানের মধ্যে তিনটি পুত্র ও দুটি কণ্যা সন্তান। তবে প্রসবের কিছুক্ষণের মধ্যে একে একে পাঁচটি সন্তানই মারা যান।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে গাইনি বিভাগের চিকিৎসক নিলুফা ইয়াসমিন জানান, নরমাল ডেলিভারিতে তিনটি পুত্র ও দুটি কণ্যা সন্তানের জন্ম হয়েছে। শিশুদের অপুষ্টি জনিত কারণে মৃ’ত্যু’ হয়েছে।

শিশু ওয়ার্ডের চিকিৎসক খুশি খাতুন বলেন, ‘প্র’সূ’তি তাহমিনা পাঁচটি সন্তানের জন্ম দেবার পর তাদের শিশু ওয়ার্ডে নিয়ে আসা হয়। সেখানে দুপুর ১টার পর থেকে বিভিন্ন সময়ে পাঁচ সন্তানের মৃ’ত্যু’ হয়। ছয় মাসের গ’র্ভ’ব’তী ছিলো তাহমিনা। ফলে অপরিপক্ক জন্মদানের কারনে সন্তানগুলো মা’রা’ গিয়েছে বলে আমরা ধারণা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category