1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দূর্ভোগ - Barta24 Tv - Barta24TV.com
বিকাল ৫:২৬, বুধবার, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দূর্ভোগ – Barta24 Tv

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
  • 10 Time View

এম.এ রফিক

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের জন্য ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০২১—২০২২ সালে। সে সময় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন দিয়ে ১তলা ভবন সম্পন্ন করা কথা ছিল। যার কারণে বিদ্যালয়ের মাঠে ভবনের কাজের জন্য গর্ত করা হয়। দীর্ঘ ২ বছরেও ভবনের কাজ শুরু না হওয়ায় মাঠে মাটির টিলা ও গর্তের কারণে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। এক দিকে যেমন মাঠ সংকলন হয়ে পড়েছে অন্য দিকে দূর্ঘটনা ঘটছে এই গর্তের কারণে। এ বিষয়ে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বলেন বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য কাজ শুরু হলেও দুই বছরেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দূভোর্গে পড়েছে। তাদের খেলার মাঠ সংকলন হয়ে পড়েছে। এছাড়া এই গর্তের কারণে অনেক সময় ছোট ছোট দূর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা এখনো কোন ব্যবস্থা নেয়নি। সদর উপজেলা উপ—সহকারী প্রকৌশলী মোঃ নাছিমুল আলম বলেন ভবন নির্মাণের জন্য আমরা নতুন করে ঢাকায় আবেদন প্রেরণ করেছি। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন বিষয়টি খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category