জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সিয়াম আলী পমন (১৫) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
১ নভেম্বর, বুধবার ভোর ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাতমাইল সহেবনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র মিরপুর উপজেলার বহুলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের মিজানুর রহমান মিলনের ছেলে।
মিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সিয়াম বাইসাইকেল যোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সাতমাইল সাহেবনগর বাজারে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এসময় সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় একজন ছাত্র নিহত হয়েছে।