মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
”উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্যে পালিত হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ গণপ্রকৌশল দিবস ও (আইডিইবি)’র প্রতিষ্ঠা বার্ষিকী।
কুষ্টিয়ায় গণপ্রকৌশল দিবস’ ২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।
এই উপলক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজ চত্বরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি কাউন্সিলর আলমগীর হোসেন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন’সহ ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সহ-সভাপতি কাউন্সিলর আলমগীর হোসেন, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল হামিদ নান্নু, দপ্তর সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী জামাত আলী, প্রকৌশলী লিয়াকত আলী, প্রকৌশলী আব্দুল বারিক, প্রকৌশলী যুগ্ম সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, আইডিইবি’র নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী সাবিনা ইসলাম, প্রকৌশলী শাহ জামান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী এস এম আতিকুর রশীদ, প্রকৌশলী মুসফিকুর রহমান, প্রকৌশলী ফেরদৌস জামানসহ আরো অনেকেই। র্যালি ও আলোচনায় বক্তারা বলেন, কারিগরী শিক্ষা গ্রহণ করে সহজেই নিজের ভাগ্যের উন্নয়ন করা যায়। তাই যে কোন কারিগরী শিক্ষা গ্রহণ জরুরী। এতে পরিবার ও দেশের উপকার হয়। সেই সাথে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে দেশের ৪ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়রের ভূমিকা তুলে ধরা হয়। আইডিইবি ভবনে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ শীর্ষক সেমিনারসহ, ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান এবং ১৪ নভেম্বর ঢাকায় নবীন প্রবীণ সম্মিলন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পেশাজীবী ছাত্র শিক্ষকরা’সহ কুষ্টিয়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা এতে অংশগ্রহণ করেন।