নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু,সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ১৪ই অক্টোবর,শনিবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৭টি পদের মধ্যে ১টি পদের (সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: দেলোয়ার হোসেন তালুকদার (দৈনিক কালবেলা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ালী হাসান তালুকদার কলি ( দৈনিক জনকন্ঠ) পেয়েছেন ৭ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি নুরুল হুদা উজ্জল( দৈনিক বিজয় বাংলাদেশ),সাধারণ সম্পাদক রাজেশ গৌড় (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা ( ভোরের পাতা), কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব (বাংলাদেশ বুলেটিন ), প্রচার সম্পাদক হৃদয় হাসান চৌধুরী( বাংলাদেশ সমাচার) এবং দপ্তর সম্পাদক নূর আলম ( দৈনিক তৃতীয় মাত্রা) ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মামুন রণবীর,মো: মোরশেদ আলম এবং ডা: মাও: আলী উসমান।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সাংবাদিক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,
দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, আবির হাসান বাপ্পি, শান্ত তালুকদার, প্রভাষক ডা. আব্দুর রাশিদ, ডা. শিবলু, কবি জনপদ চৌধুরী,পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি, মুক্তি চেতনা ৭১ এর সভাপতি আজিজুর রহমান রতন, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার,সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ সহ অনেকে।
দুর্গাপুর সাংবাদিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুরের সুশীল সমাজ, জনপ্রতিনিধি,কবি,সাহিত্যিক, সাংবাদিক সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।