1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক এর লাশ উদ্ধার। - Barta24TV.com
রাত ৯:৩৭, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক এর লাশ উদ্ধার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২
  • 160 Time View

কক্সবাজার প্রতিনিধিঃ ওমর ফারুক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মারুফের (২১) মরদেহ উদ্ধার করে লাইফ লাইফগার্ড ও বীর্চ কর্মী। বুধবার (১৭ আগষ্ট) দুপুর ১২টায় নিখোঁজ হওয়ার ২ দিন পর সমুদ্র সৈকত থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। মারুফের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়।সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে কলাতলী ডিভাইন পয়েন্টে নিখোঁজ হন মারুফ। এই ঘটনায় আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছিল লাইফ গার্ডের সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন সি সেফ লাইভ গার্ডের ইনচার্জ ওসমান গণি।তিনি জানান, ১৫ আগস্ট দুপুরে তিনবন্ধু মিলে সাগরে গোসল করতে নামে। এক পর্যায়ে তিনবন্ধু সাগরে তলিয়ে যায়। তবে একজন কোনোভাবে কূলে ফিরে আসলেও দুইজন ভেসে যায়। খবর পেয়ে অদূরে থাকা লাইফ গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তবে অন্যজনের সন্ধান পায়নি তখন। দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন বীচ কর্মী জানান, দুইদিন ধরে সাগরে মারুফের দেহ খোঁজা হয় তার ধারাবাহিকতায় বুধবার দুপুরে সুগন্ধা পয়েন্টের অদূরে তার দেহ ভাসতে দেখা যায়। পরে লাইফ গার্ড ও বীচ কর্মীরা গিয়ে মারুফের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category