1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কক্সবাজার উখিয়া রেজু খালের মোহনায় থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। - Barta24TV.com
সকাল ১১:৩৭, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার উখিয়া রেজু খালের মোহনায় থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২
  • 186 Time View

কক্সবাজার প্রতিনিধিঃওমর ফারুক

উখিয়ার জালিয়াপালং রেজু খালের মোহনা থেকে ভেসে আসা আয়েশা বেগম নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (১৫ আগস্ট২০২২) সকাল ১১ টার দিকে জালিয়াপালং সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পরে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, ” স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করে। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া নিহত তরুণীর মামা পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, তরুণীর নাম আয়েশা বেগম (২২), জালিয়াপালং ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।” রবিবার বিকেলে শশুড়বাড়ি থেকে বের হয়ে যায় বলে ফোনে আমাকে জানায় তার শশুড় ফজল। সকালে খবর পেয়ে এখানে আসি। কিভাবে কি হলো? বুঝতে পারছি না। আত্নহত্যা নাকি খুন, তরুণীর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ চালাছে বলে জানিয়েছেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category