1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
উত্তরবঙ্গে একসাথে তিনটি আউটলেট উদ্বোধন করল ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ - Barta24TV.com
রাত ১:১০, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে একসাথে তিনটি আউটলেট উদ্বোধন করল ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 90 Time View

রাজু আহমেদ, রাজশাহী : উত্তরবঙ্গের ফ্যাশন দুনিয়ায় এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। একসাথে তিনটি শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশের উদীয়মান পোশাক ব্র্যান্ড— ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ, বিকেলে রাজশাহী এবং সন্ধ্যায় দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে তিনটি শাখার উদ্বোধন করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা, মডেল ও মিরাক্কেল সিজন–৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি।

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁ মোড়, রাজশাহীর মহিলা কলেজ গেটের বিপরীতে কাদিরগঞ্জ এবং দুর্গাপুরের আ. মজিদ মার্কেট এলাকায় উদ্বোধন হয় তিনটি আউটলেটের।

উদ্বোধনী দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপচে পড়া ভিড় জমে প্রতিটি আউটলেটে। বাটিক, কটন, সিল্ক, লনসহ নানা ধরণের থ্রি-পিস, কুর্তি, শাড়ি ও পুরুষদের পোশাক কিনতে ভিড় করেন ক্রেতারা।

উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী রিপন আলী বলেন, “উত্তরবঙ্গের মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও ঐতিহ্যবাহী পোশাক সরবরাহের উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। একই দিনে তিনটি শাখা উদ্বোধন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।”

রাজশাহী শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ডিআইজি আমিনুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ৩ শতাধিক ক্রেতার মাঝে অফারপণ্য বিতরণ করা হয়, অতিথিদের মিষ্টিমুখ করানো হয় এবং ফটোসেশন অনুষ্ঠিত হয়।

অভিনেতা আবু হেনা রনি বলেন, “ফ্যাশন মানে শুধু পোশাক নয়, এটি রুচি আর সংস্কৃতির প্রতিফলন। উত্তরবঙ্গ বাটিক হাউস সেই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরেছে—এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন উপলক্ষে এক সপ্তাহ চলবে বিশেষ ছাড় ও উপহার কার্যক্রম।
ফ্যাশনপ্রেমীদের মতে, একসাথে তিনটি শাখার উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের পোশাক শিল্পে নতুন অধ্যায় সূচনা করল ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category